ইতিমধ্যেই কোচবিহারে মুখ্যমন্ত্রীর পুজো দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে পুজোর অর্ঘ্য। পঞ্চফল, শাড়ি, আলতা-সিঁদুর দিয়ে এই অর্ঘ্য সাজিয়ে রেখেছেন দেবত্র ট্রাস্ট বোর্ডের আধিকারিকরা। চারটি পুজোর ডালা তৈরি করা রয়েছে। এই চারটি নিয়েই মদনমোহন মন্দিরের চার দেবতাকে পুজো দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। কোচবিহার মদনমোহন বাড়িতে ঐতিহ্যবাহী রাস মেলায় যাবেন মুখ্যমন্ত্রী। পুজো দেবে মন্দিরে। নিরাপত্তায় মোড়া রয়েছে মন্দির চত্বর।

আরও পড়ুন-ছাড়া পেলেন নুসরত, থানায় অভিযোগ হাসপাতালের
