আপনার কি এসবিআই একাউন্ট? বদলে গেল মিনিমাম ব্যালান্স

প্রতিদিন বদলে যাচ্ছে ব্যাঙ্ক নীতি। এবার বদল স্টেট ব্যাঙ্কের মিনিমাম ব্যালেন্স নীতিতে। এই নীতি মেনে না চললে গ্রাহকদের গুনাগার দিতে হবে। বড় শহর এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন এই গুনাগারের অর্থ।

যাঁরা মেট্রো শহরে বাস করেন এবং যদি এসবিআই গ্রাহক হন, তাহলে তাঁদের প্রতি মাসে ন্যূনতম ৩০০০ টাকা ব্যাঙ্ক একাউন্টে রাখতেই হবে। না রাখলে জিএসটি চার্জ বা জরিমানা কাটা হবে 10-15 টাকা। আধা শহরে গ্রাহকদের ক্ষেত্রে প্রতিমাসে একাউন্টে রাখতে হবে কমপক্ষে ২০০০ টাকা, নইলে জরিমানা দিতে হবে ৭.৫-১২টাকা। আর গ্রামাঞ্চলে গ্রাহকদের একাউন্টে রাখতে হবে ন্যূনতম ১০০০টাকা। না রাখলে জিএসটি জরিমানা দিতে হবে ৫-১০ টাকা।

Previous articleগান্ধি পরিবারের এসপিজি নিরাপত্তা প্রত্যাহার নিয়ে তুমুল হট্টগোল লোকসভায়
Next articleবোমাবাজিতে উত্তপ্ত দিনহাটা