Friday, November 14, 2025

উপনির্বাচনের প্রচারে গিয়ে বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র৷ তিনি বলেন, দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির হার পুরোনো সব রেকর্ড ভেঙে দিয়েছে৷ আর সেই সময় কেন্দ্রীয় সরকার মন্দির আর মসজিদের খেলা করে মানুষকে প্রতারিত করছে৷ একই সঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধেও উন্নয়নের কাজ না করার অভিযোগ তোলেন সোমেন মিত্র।

আগামী ২৫ নভেম্বর রাজ্যের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন৷ তার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে যান প্রদেশ কংগ্রেস সভাপতি৷ তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান ও আবদুস সাত্তার৷ কালিয়াগঞ্জ যাওয়ার আগে সোমেন মিত্র বলেন, “মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য লড়াইয়ে নেমেছি৷ আমাদের লক্ষ্য রাষ্ট্রের নিরাপত্তা, ধর্মনিরপেক্ষতা আর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া৷” এই লড়াইয়ে তাঁদের সঙ্গে রয়েছে বামফ্রন্ট৷ বিজেপি ও তৃণমূলকে হারাতে অন্যান্য ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক দলগুলিকেও জোটে আহ্বান করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরূদ্ধে সুর চড়িয়েছেন সোমেন মিত্র৷ মুখ্যমন্ত্রী প্রতি ক্ষেত্রে দ্বিচারিতা করেছেন বলেও অভিযোগ করেন তিনি ৷

রাম মন্দির নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা তাঁরা মাথা পেতে নিয়েছেন৷ কিন্তু এই বিষয়ে আসল রায় দেবে মানুষ৷ তারই অপেক্ষায় আছেন বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি৷

আরও পড়ুন-ফিতে কেটে ব্রিজের উদ্বোধন সাবিত্রীর

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version