সরকারি আবাসনে ভাড়া বকেয়া বহু কোটি, ভাড়ার ফ্ল্যাট এবার লিজ দেবে রাজ্য

রাজ্যের সরকারি আবাসনের ভাড়ার ফ্ল্যাট এবার লিজে দিতে চাইছে সরকার। ভাড়াটেদের বাকি রাখা ভাড়ার টাকার বকেয়া প্রায় দু’কোটি টাকা৷ বিভিন্ন দপ্তরের কাছে বকেয়া ১ কোটি ৭৬ লাখ টাকা৷ আবার সরকারি আবাসনের বেশ কিছু ভাড়ার ফ্ল্যাট আবার জবরদখল হয়ে আছে। সেখানেও ভাড়া আদায় করা যাচ্ছে না৷ বেশ কিছু ফ্ল্যাট নিয়ে আদালতে মামলা চলছে। সেখানেও বিশাল খরচ৷ সব মিলিয়ে সরকারি আবাসনের ভাড়ার ফ্ল্যাট নিয়ে নাজেহাল রাজ্য সরকার৷

সরকারি আবাসনের আর্থিক পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি এক সমীক্ষা চালানো হয়৷ সেই রিপোর্টেই এই তথ্য রয়েছে৷ তাই এবার সরকারি ভাড়ার ফ্ল্যাটের ফাঁস থেকে মুক্তি চাইছে সরকার। সরকারি আবাসন থেকে রোজগারে শৃঙ্খলা আনতে এ বার এই ধরনের ভাড়ার ফ্ল্যাটগুলি দীর্ঘমেয়াদি লিজে দিতে চাইছে আবাসন দফতর।

ওই রিপোর্টে জানানো হয়েছে, চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত হিসেব অনুযায়ী, ২০১১-র আগস্ট থেকে ২০১৫-র অক্টোবর পর্যন্ত ব্যক্তি ভাড়াটেদের কাছ থেকে আবাসন দপ্তরের বকেয়া প্রায় ১ কোটি ৬৫ লক্ষ টাকা। একই সময়ে সরকারি বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছে ভাড়ার টাকা বকেয়া আছে প্রায় ১ কোটি ৭৬ লক্ষ টাকা। দখল করে রাখা অসংখ্য ফ্ল্যাটের ভিতরে আসবাবপত্র ও বিভিন্ন গৃহস্থালির সামগ্রী ভর্তি। ফলে, তালা ভেঙে সেখানে ঢুকলেও দখল উচ্ছেদ করা সহজ নয়। এই সব কারনেই রাজ্যের আবাসন দফতর ভাড়ার ফ্ল্যাটগুলি দীর্ঘমেয়াদি লিজে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

আরও পড়ুন-ফের মুঘলদের নিয়ে নয়া ঐতিহাসিক তথ্য দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

 

Previous articleক্রিকেটার নয়, সাংসদ হিসাবে গোলাপি টেস্টের সাক্ষী থাকবেন বাংলাদেশের এই প্রাক্তন অধিনায়ক
Next articleকলকাতার আকাশে হঠাৎ টাকার বৃষ্টি, চমকে গেলেন মানুষ