ঘড়িতে তখন বাজে ভোর 5.47 মিনিট

সবই সাজানো ছিলো। খোদ রাষ্ট্রপতিও জানতেন তাঁর প্রাক্তন দলই মহারাষ্ট্রে সরকার গঠন করতে চলেছে।

শনিবার সাত সকালে বিজেপি’র দেবেন্দ্র ফড়নবিশের শপথগ্রহনের কিছুক্ষন আগে মহারাষ্ট্র থেকে প্রত্যাহার করা হয় রাষ্ট্রপতির শাসন। তখন ঘড়িতে বাজে ভোর 5.47 মিনিট।

প্রশ্ন উঠেছে, বেনজিরভাবে ওই ভোরে কেন রাষ্ট্রপতির শাসন তুলে নেওয়া হলো? এমন কী জরুরি পরিস্থিতি ছিলো? জানা গিয়েছে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সই করা একটি বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। বিরোধীদের দাবি, সবই সাজানো। সবই আগে থেকে ঠিক করা ছিলো।

প্রসঙ্গত, গত 12 নভেম্বর মহারাষ্ট্রে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়। আর প্রত্যাহূত হলো শনিবার ভোর 5.47 মিনিটে।

Previous articleরাত জেগে অপারেশন মোদি-শাহর
Next article২৪১ রানে লিড নিয়ে ডিক্লেয়ার ঘোষণা ভারতের