মহারাষ্ট্রে এখন মোক্ষম প্রশ্ন: সুপ্রিম কোর্টের যুদ্ধে কি গদি রাখতে পারবেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ? রাতবিরেতের নাটকে সরকার গঠন যতটা কঠিন, তার থেকেও কঠিন এখন মুখরক্ষা। তাই দিল্লি মরিয়া সরকার রাখতে।

গলার কাঁটা এখন অজিত পাওয়ারের সঙ্গে থাকা বিধায়কদের সংখ্যা।
যে চিঠি রাজ্যপালের কাছে গেছে, তাতে সই তোলা হয়েছিল উদ্ধব ঠাকরের জন্য।
সেই তালিকা অজিত দিয়েছেন তুলে বিজেপির হাতে।

তাহলে এখন?

সুপ্রিম কোর্ট কি রাজ্যপালের সিদ্ধান্তে এতটা মাথা গলাবেন?
যদি না গলান, তাহলে বিজেপির স্বস্তি।
কিন্তু যদি এনসিপির বিধায়কদের এখনকার মতামতের হিসেব নেন?
তাহলে বিজেপির সমস্যা।

সামনের কয়েক ঘণ্টা দুই শিবিরই নামছে সর্বশক্তিতে।