বাংলায় এলেই কালীঘাট বা দক্ষিণেশ্বর দর্শনে যান বলিউডের সেলেবরা। নিজের সিনেমা শুটিং-এর কলকাতায় রয়েছেন ‘সিংঘম’ অজয় দেবগণ। তিনি বা বাদ থাকেন কেন? মঙ্গলবার, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান তিনি। হিন্দি ছবির জনপ্রিয় অভিনেতা যাওয়ার খবরে মন্দির চত্বরে উৎসাহীদের ভিড় জমে যায়। মোতায়েন ছিল প্রচুর পুলিশ। মিনিট পনেরো থেকে বেরিয়ে যান অজয়। \

গত বেশ কয়েকদিন ধরেই অমিত শর্মার ছবি‘ময়দান’এর শুটিং-য়ে কলকাতায় রয়েছেন অজয়। রবীন্দ্র সরোবরেও শুট হয়। ছবিতে তাঁর লুক লুকিয়ে রাখার বহু চেষ্টায় করেন পরিচালক। কিন্তু পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়ে যায় সেই লুক। এবার অবশ্য ভক্তের বেশে মা ভবতারিণীর দর্শনে যান অজয়।

