মুম্বই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের

২০০৮ সালের ২৬ নভেম্বর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার মুখে দাঁড়িয়েছিলো মুম্বই। রক্তক্ষরণ দেখেছে গোটা দেশ। মৃত্যু হয়েছিল ১৬৬ জনের, গুরুতর আহত ৩০০ জন। টানা ৪ দিন চলেছিলো সন্ত্রাসবাদীদের সঙ্গে মুম্বই পুলিশ, সেনা, এনএসজি-র ‘যুদ্ধ’। ধরা পড়ে এবং ফাঁসি হয় আজমল কাসভের। সেই হামলায় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “ওই ভয়াবহ দিনে যে পরিবার তাঁদের সন্তান হারিয়েছে, তাঁদের প্রতি সমবেদনা ৷ সন্ত্রাসের বিরুদ্ধে একজোট হতে হবে আমাদের”৷

আরও পড়ুন-কালই আস্থা ভোট, সংখ্যা জোগাড়ে চাপ বাড়ল ফড়নবিশ, অজিতের

 

Previous articleকালই আস্থা ভোট, সংখ্যা জোগাড়ে চাপ বাড়ল ফড়নবিশ, অজিতের
Next articleজম্মু-কাশ্মীরে পালিত হবে প্রথম সংবিধান দিবস