সোনিয়া বললেন আমরাই জিতব, রায়ে উল্লসিত শারদ পাওয়ার

সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র-রায় প্রকাশের পরই নতুন আশায় ফুটছে বিরোধী শিবির। নাটকীয় রাজনৈতিক অভিঘাতে মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফলে পিছিয়ে থাকা কংগ্রেস-এনসিপিই এখন সরকার গড়ার পথে। সুপ্রিম কোর্টের রায়ের পর কংগ্রেস শিবিরে উচ্ছ্বাস। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি শিবসেনা-ছুৎমার্গ দূরে সরিয়ে বলেছেন, আস্থাভোটে আমরাই জিতব। ভোটাভুটিতে বিজেপির হারের বিষয়ে নিশ্চিত শিবসেনাও। আর সুপ্রিম-রায়ে উল্লসিত এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেছেন, গণতন্ত্রের জয় হল। বিচারপতিদের রায় গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বচ্ছতার প্রতিই আস্থা রেখেছে।

আরও পড়ুন-আজ রাতেই বিধায়কদের নিয়ে জরুরি বৈঠকে বিজেপি

 

Previous articleফের বাড়ছে শহরের তাপপাত্রা
Next articleনাশকতার হাত থেকে বাঁচল রাজধানী, জালে ৩ সন্দেহভাজন আইএস জঙ্গি