গণতন্ত্র রক্ষাতেই নির্দেশ, বলে দিল সুপ্রিম কোর্ট

গণতন্ত্র ও জনগণের রায় নিয়ে সমস্যা চলছে সুপ্রিম কোর্ট জানেন। গণতন্ত্র রক্ষার জন্যই অন্তর্বর্তী রায় দেওয়া হল। তাতে আস্থা ভোট এগিয়ে এনে স্বচ্ছতায় জোর দেওয়া হল। কোর্ট বলেছে, গণতান্ত্রিক মূল্য রক্ষা করতে এবং ঘোড়াকেনাবেচা বন্ধ করতে পদক্ষেপ জরুরি ছিল। তাই ২৭ নভেম্বর আস্থাভোট। সেটা গোপন ব্যালট নয়। তার উপর সরাসরি সম্প্রচার।

আরও পড়ুন-অজিত পাওয়ারের বিরুদ্ধে সেচ দুর্নীতি মামলা বন্ধ কেন? সুপ্রিম কোর্টে গেল তিন দল

Previous articleশ্রীহরিকোটায় ‘নজরদারি’ উপগ্রহর সফল উৎক্ষেপণ
Next articleBREAKING: মহারাষ্ট্রে সুপ্রিম রায়: কালই আস্থা ভোট