মহারাষ্ট্রে তিন দলের জোট মহারাষ্ট্র বিকাশ আগাড়ির সরকার শপথ নেবে আগামী 1 ডিসেম্বর বিকেল পাঁচটায়। মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শপথ নেবেন উপমুখ্যমন্ত্রী ও রাজ্য ক্যাবিনেট সদস্যরাও। রবিবার মুম্বইয়ের শিবাজি পার্কে অনুষ্ঠিত হবে শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে বুধবার মহারাষ্ট্র বিধানসভায় শপথ নেবেন নবনির্বাচিত বিধায়করা।
