বিজেপির দাবি তিনে-তিন, পার্থ বলছেন তাঁরা জ্যোতিষী নন!

রাত পোহালেই বৃহস্পতিবার রাজ্যের তিনটি কেন্দ্রে উপনির্বাচনের ফলপ্রকাশ। গেরুয়া শিবিরের দাবি, তিনে তিন করছেন তারা। তবে শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করছে, তারা জ্যোতিষী নয়। ফলাফল বেরোলেই, দেখা যাবে কারা কী রেজাল্ট করছে!

শাসক দলের মহাসচিব-এর দাবি, বিজেপির মতো ভবিষ্যদ্বাণী করতে নারাজ তৃণমূল। বিজেপি নেতাদের মতো জ্যোতিষী নেই তাঁরা। এদিন উপনির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, ”উপনির্বাচনে সরকার পড়ে যাবে না। কিছুই হবে না।” বিজেপি তিনটি কেন্দ্রেই জেতার দাবি করেছে। তৃণমূল কটা জিতছে? মহাসচিবের জবাব, আমি জ্যোতিষী নই। মানুষের রায়ের উপর ভরসা রাখতে হবে।”

Previous articleছেলে-মেয়ের ভুয়ো ট্যুইটার অ্যাকাউন্ট, ক্ষুব্ধ লিটল মাস্টার
Next articleমহারাষ্ট্রে একজনই উপমুখ্যমন্ত্রী হবেন, জানালেন প্রফুল প্যাটেল