Sunday, November 16, 2025

তৃণমূলের তিনে তিন! উপনির্বাচনে সবুজ ঝড়ে ফিকে গেরুয়া

Date:

Share post:

ছবিটা মাত্র ৬ মাসেই বদলে গেল। চলতি বছরের মে মাসে লোকসভা ভোটে অভূতপূর্ব ফলাফল করেছিল বিজেপি। তারপর উপনির্বাচন ছিল প্রতিটি দলের কাছেই অ্যাসিড টেস্ট। কিন্তু সেখানে ডাহা ফেল বিজেপি। রাজ্যে তিন কেন্দ্রের উপ-নির্বাচনে সবুজ ঝড়ে ফিকে হল গেরুয়া। কালিয়াগঞ্জ-খড়্গপুর সদর-করিমপুর, তিন কেন্দ্রেই জয় পেয়েছে তৃণমূল।

খড়গপুর সদরেও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের খাসতালুক থেকে জয় ছিনিয়ে নিয়েছেন তৃণমূল প্রার্থী। যেখানে লোকসভা নির্বাচনের নিরিখে ৪৬ হাজার ভোটে এগিয়ে ছিল বিজেপি। কিন্তু সেই ব্যবধান ভেদ করে তৃণমূলের প্রদীপ সরকার ২০,৮১১ ভোটে জয়লাভ করেন। গণনা শেষে তৃণমূল পেয়েছে ৭২,৪২৪ ভোট, বিজেপি পেয়েছে ৫১,৬১৩ ভোট এবং কংগ্রেস পেয়েছে ২২,৫৩০ ভোট। এখানে প্রথম রাউন্ডে সবাইকে অবাক করে সিপিএম-কংগ্রেস জোট এগিয়ে থাকলেও পরের রাউন্ড থেকেই পিছিয়ে পড়ে। এগিয়ে যান বিজেপি প্রার্থী প্রেমচাঁদ ঝা। কিন্তু পঞ্চম রাউন্ডের পর থেকে তাঁকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূলের প্রদীপ সরকার।

অন্যদিকে, করিমপুর কেন্দ্রটি অবশ্য শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জিতে নেয় ঘাসফুল শিবির। বেলা যত গড়িয়েছে ততোই তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায় জয়ের ব্যবধান বাড়িয়েছিল। শেষে পর্যন্ত করিমপুরে ২৪,১১৯ ভোটে জয় পান বিমলেন্দুবাবু। এই বিধানসভা কেন্দ্রে বিজেপি পায় ৭৮,৫০২ ভোট এবং কংগ্রেস-সিপিএম জোট পায় ১৮, ৪১৫ ভোট।

তবে সবচেয়ে বড় চমক কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র। ওই কেন্দ্র থেকে ২৩০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী তপন দেব সিনহা। এখানে লোকসভার নিরিখে প্রায় ৫৫ হাজার ভোটে এগিয়ে ছিল গেরুয়া শিবির। গণনার শুরু থেকে ষষ্ঠ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী কমল চন্দ্র সরকার এগিয়ে থাকলেও সপ্তম রাউন্ডের পর থেকে চাকা ঘুরতে শুরু করে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত শাসক দল জিতে যায় আসনটি।

এই জয়ের পর তিন কেন্দ্রের দলীয় প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, ঔদ্ধত্য আর অহংকারের ফল পেল বিজেপি।

আরও পড়ুন-দিদি আর শুভেন্দুকে কৃতজ্ঞতা জানালেন প্রদীপ

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...