অর্থমন্ত্রী নির্মলাকে ‘নির্বলা’ বলে বিতর্কে পড়লেন অধীর

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ‘নির্বলা’ বলে বিতর্ক তৈরি করলেন লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী। এদিন লোকসভায় অর্থনৈতিক মন্দা প্রসঙ্গ নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে অধীর বলেন, মাননীয় অর্থমন্ত্রী আমি আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু আপনাকে আমি নির্মলা না বলে নির্বলা বলতে চাই। তার কারণ, আপনি যা-ই করতে চান না কেন আপনার সে ক্ষমতা নেই। এই মন্তব্যের জেরে বিজেপির পক্ষ থেকে বক্তব্য পরিহারের দাবি ওঠে। কংগ্রেস পরিষ্কারই বলেছে, প্রথমেই অর্থমন্ত্রীকে সম্মান করেন বলে জানিয়েছেন সাংসদ। তারপর দেশের অর্থনীতির হাল বোঝাতে এই শব্দ প্রয়োগ করেছেন। আসলে দিল্লিতে এখন চালু হয়েছে সীতারামন হচ্ছেন ডামি, অর্থমন্ত্রক চালাচ্ছে পিএমও। একই আওয়াজ ছিল অরুণ জেটলির সময়তেও। বিদেশ মন্ত্রকে সুষমা স্বরাজ একসময় দারুণ জনপ্রিয় হওয়া সত্ত্বেও তাঁকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। সেই কারণেই অধীর চৌধুরী নির্বলা বলে বোঝাতে চেয়েছেন আসলে তিনি নন, সরকার চালাচ্ছে পিএমও।

আরও পড়ুন-উপনির্বাচন- ফর্মূলাতেই পুরভোটের প্রার্থী বাছাইয়ে পিকে’র পরামর্শ

 

Previous articleউপনির্বাচন- ফর্মূলাতেই পুরভোটের প্রার্থী বাছাইয়ে পিকে’র পরামর্শ
Next articleআট পাকে বাঁধা পড়লেন ‘দঙ্গল গার্ল’