ডেঙ্গি প্রতিরোধ ও প্লাস্টিক বর্জনের বার্তা দিল ‘নিউটাউন ‘এএ’ ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’

ডেঙ্গি ও প্লাস্টিক বর্জন নিয়ে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়েছে ‘নিউটাউন ‘এএ’ ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। গত বছরের মতো এ বছরও ডেঙ্গি প্রতিরোধ এবং প্লাষ্টিক বর্জনের সচেতনতা গড়ে তোলার জন্য এই প্রচার করা হয়। অনুষ্ঠানের সূচনায় ‘নিউটাউন ‘এএ’ ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পক্ষে অধ্যাপক বিশ্বজিৎ দাস এবং প্রেসিডেন্ট লোহিত বরন নন্দী এলাকার মূল সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন।

এন কে ডি এ-র তরফে সিইও অনিমেষ ভট্টাচার্য সহ দফতরের আরও অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন এবং এলাকার কিছু কিছু সমস্যা তাঁদের গোচরে আসে। এরপর ‘এএ’ ব্লকের মোট ১৬টি রাস্তায় মাইকে প্লাস্টিক মুক্ত এবং ডেঙ্গি প্রতিরোধ প্রচার করা হয় এবং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকের হাতে কাপড়ের ব্যাগ তুলে দেওয়া হয়।

Previous articleমোদি-অমিত শাহরাও তো ‘উদ্বাস্তু’’! NRC নিয়ে কটাক্ষ অধীরের!
Next articleহারের ভয় নয়, রীতিকে ধরে রাখতেই স্পিকার প্রার্থী প্রত্যাহার! সাফাই বিজেপির