ফাঁসুড়ে নেই তিহারে! তবে কি নির্ভয়া কাণ্ডের দোষীরা সাজা পাবে না?

হায়দরাবাদ ধর্ষণ-খুনে কাণ্ড নিয়ে সরব গোটা দেশ। প্রায় সকলেই চারজন ধর্ষকের ফাঁসির দাবি তুলেছে। চলতি মাসেই নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি। কিন্তু ফাঁসুড়েই নেই তিহারে। তাহলে নির্ভয়া কাণ্ডের দোষীরা কি সাজা পাবে না? কিন্তু চলতি মাসেই নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসির সাজা দিয়েছেন আদালত। দোষীদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হলেও অন্যতম অভিযুক্ত বিনয় শর্মা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণা চেয়ে আবেদন করেছে। সেক্ষেত্রে সেই আবেদন যে খারিজ হয়ে যেতে পারে, তা বলাই বাহুল্য। তবে মৃত্যুদণ্ডের নির্দেশ না মিললেও এখন থেকেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে তিহার জেলের উচ্চপদস্থ আধিকারিকদের। কারণ, জেলে ফাঁসুড়ে না থাকার ফলে কীভাবে ফাঁসি দেওয়া হবে দোষীদের তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছেন জেলের আধিকারিকরা। তিহার জেলে শেষ ফাঁসি হয়েছিল পার্লামেন্ট হামলার মূল অভিযুক্ত আফজল গুরুর। তবে তার জন্যও বিস্তর ঝক্কির সম্মুখীন হতে হয়েছিল জেলের কর্তৃপক্ষকে। অবশেষে এক রাতের জন্য ফাঁসুড়েকে নিয়ে এসে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তবে সেই ঘটনার পর এখনও পর্যন্ত কাউকে ফাঁসুড়ে হিসেবে নিযুক্ত করতে পারেনি তিহার জেল কর্তৃপক্ষ। বিরল থেকে বিরলতম ঘটনাতেই ফাঁসির আদেশ দেন আদালত। ফলে এই বিরল থেকে বিরলতম ঘটনা ঘনঘন আসে না বলেই ফুলটাইমের জন্য ফাঁসুড়ে নিযুক্ত করা কঠিন জানিয়েছেন জেলের এক অফিসার।

Previous article44 পাস খেলে গোল, ভাইরাল ভিডিও
Next articleএবার ডেঙ্গুতে মৃত্যু স্কুল শিক্ষকের