শহরে বড়সড় সাট্টা চক্রের পর্দাফাঁস, ধৃত ৫

প্রতীকী ছবি

গোপন সূত্রে খবর পেয়ে হানা দিয়ে সাট্টা চক্রের পর্দাফাঁস করল তিলজলা থানার পুলিশ। তিলজলা রোডের ওই ডেরা থেকে মহম্মদ মুস্তাক আলম, অশোক কুমার আগরওয়াল, মহম্মদ জাভেদ, মহম্মদ রইস আজম, মহম্মদ জামশেদ নামে পাঁচ যুবককে গ্রেফাতার করা হয়েছে।

ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে আরও দুই অভিযুক্ত। তাদের খোঁজে তল্লাশি চলছে। ওই ডেরা থেকে নগদ ১২,৭৬৯ টাকা, মোবাইল ফোন, কম্পিউটার উদ্ধার হয়েছে।