গরিব মানুষের পক্ষে বিচার ব্যবস্থার নাগাল পাওয়াই দুঃসাধ্য, আক্ষেপ রাষ্ট্রপতির

বিচার ব্যবস্থা গরিব মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলে আক্ষেপ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যোধপুরে রাজস্থান হাইকোর্টের নতুন ভবনের উদ্বোধন করে রাষ্ট্রপতি বলেন, অর্থাভাবে এদেশের গরিব মানুষ বিচার ব্যবস্থার সুযোগ থেকে বঞ্চিত হয়। গরিব মানুষের জন্য বিচার প্রক্রিয়া এখন এতই মহার্ঘ! দেশের সংবিধান সব মানুষের সুবিচার পাওয়ার কথা বললেও অধিকাংশ দরিদ্র মানুষের কাছেই বিচার প্রক্রিয়ার অংশ হওয়া প্রকৃতপক্ষে এক দুঃসাধ্য ব্যাপার। কোবিন্দ বলেন, একজন গরিব মানুষ হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যাওয়ার কথা কল্পনাও করতে পারে না। কারণ এসব জায়গা এতটাই খরচসাপেক্ষ যে তা দরিদ্র জনগণের ধরা-ছোঁওয়ার বাইরে। বিচার প্রক্রিয়া চালানো গরিব মানুষের পক্ষে কত কষ্টসাধ্য তা মহাত্মা গান্ধীও বলতেন। কোবিন্দের কথায়, এই সমস্যা মেটানোর জন্য একবার সেই হতদরিদ্র, বঞ্চিত মানুষটির কথা ভাবুন, তবেই কোনও না কোনও পথ বেরোবে।

 

Previous articleদুর্নীতিগ্রস্ত প্রধানদের জন্যই মুখ ফিরিয়েছে মানুষ: অনুব্রত
Next articleদক্ষিণেশ্বরে কাউন্সিলরের ছেলেই ডেঙ্গিতে আক্রান্ত