শেষকৃত্যে জুটল নিরাপত্তা

বেঁচে থাকতে মেলেনি পুলিশি নিরাপত্তা। সেই সুযোগেই তাকে ধরে-মেরে-গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় 5 দুষ্কৃতী। উন্নাওয়র সেই গণধর্ষিত তরুণীর শেষকৃত্যে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। রীতিমতো কর্ডন করে দেহ নিয়ে যায় পুলিশ।

রবিবার উন্নাওয়ে নিজেদের জমিতেই মেয়েকে সমাধিস্থ করে পরিবার।

40 ঘণ্টা লড়াইয়ের পরে শুক্রবার গভীর রাতে তাঁর মৃত্যু হয়। পরিবারকে 25 লক্ষ টাকা ও সরকারি খরচে বাড়ির প্রস্তাব দিয়েছিল উত্তর প্রদেশ সরকার। সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে নির্যাতিতার বাবা বলেছেন, দোষীদের শাস্তি চাই।

আদিত্যনাথের সরকার অবশ্য পরিবারটিকে নিরাপত্তার আশ্বাস দিয়েছে। পাশাপাশি, আবেদন করলে তারা আগ্নেয়াস্ত্র লাইসেন্স পাবে বলেও জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে এই নিরাপত্তাটা যদি সেদিন বয়ান দিতে যাওয়ার পথে তরুণীটি পেতেন, তাহলে এভাবে তার দেহকে কর্ডন করতে হত?

Previous articleআজ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল
Next articleসিএবি: যে দুটি সংশোধনী দেবে সিপিএম