সিএবি: যে দুটি সংশোধনী দেবে সিপিএম

নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করে দুটি সংশোধনী জমা দেবে সিপিএম। জানিয়েছেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। প্রস্তাবিত বিলের 2 নম্বর অংশের 3 নম্বর লাইনে লেখা হয়েছে: বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ যাঁরা 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে ঢুকেছেন তাঁরা ভারতের নাগরিকত্ব পাবেন। প্রস্তাবিত বিলের 6 নম্বর অংশের 3 নম্বর লাইনেও এই একই কথা লেখা হয়েছে। সিপিএমের দাবি, নাগরিকত্ব সংশোধনী বিলের 2 নম্বর ও 6 নম্বর ধারা থেকে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান সম্প্রদায়ের উল্লেখ বাদ দিতে হবে। তার বদলে লিখতে হবে প্রতিবেশী দেশ থেকে আসা মানুষ। কোনও দেশ বা সম্প্রদায়ের উল্লেখ থাকা চলবে না।সিপিএমের বক্তব্য, ধর্মীয় পরিচিতি ভারতীয় নাগরিকত্বের ভিত্তি হতে পারে না। কারণ তা সংবিধানবিরোধী।

Previous articleশেষকৃত্যে জুটল নিরাপত্তা
Next articleআজ সঙ্গীতানুষ্ঠানে অতিথি, কাল অভিজিতের হাতে নোবেল