তৃণমূলের ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোর নাগরিকত্ব বিল নিয়ে নীতীশের বিরোধিতায় সরব

ভোটযুদ্ধে এরাজ্যে বৈতরণী পার হওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের ‘ভরসা’ প্রশান্ত কিশোর। তাঁর পরামর্শেই এনআরসি নিয়ে সরব হয়ে উপনির্বাচনে জয় পেয়েছে তৃণমূল। তৃণমূলের বর্তমান ভোটগুরু প্রশান্ত কিশোর আবার নীতীশকুমারের জেডিইউ দলের সহ সভাপতি। নাগরিকত্ব সংশোধনী ইস্যুতে সেই প্রশান্ত কিশোর নিজের দলের সিদ্ধান্তের সমালোচনায় সরব। গতকাল লোকসভায় নাগরিকত্ব বিল নিয়ে বিজেপির পাশে থেকেছে নীতীশের দল। জেডিইউ সাংসদরা বিলের পক্ষে ভোট দিয়েছেন। আর নীতীশের এই সিদ্ধান্তে ব্যাপক চটেছেন প্রশান্ত কিশোর। তিনি বিহারের মুখ্যমন্ত্রীকে রাজ্যসভার ক্ষেত্রে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছেন। জেডিইউ সহ সভাপতি প্রশান্ত কিশোরের বক্তব্য, ধর্মের ভিত্তিতে আনা এই বিল বিভাজনের উদ্দেশ্য পূরণে সহায়ক হবে। এই বিল সংবিধানের মূল ধারণার বিরোধী। তাই জেডিইউর উচিত এর বিরোধিতা করা। যদিও অতীতের অবস্থান থেকে সরে এসে নীতীশকুমার যেভাবে লোকসভায় নাগরিকত্ব বিলকে সমর্থন করেছেন, তারপর রাজ্যসভায় সম্পূর্ণ উল্টো অবস্থান নিয়ে বিলের বিরোধিতা করা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে এই বিল ইস্যুতে দলে প্রশান্ত কিশোর পাশে পেয়েছেন জেডিইউর রাজ্যসভার সাংসদ পবন ভার্মাকে, যিনিও চান বিলের বিরোধিতা করুন নীতীশকুমার।

 

Previous articleএবার রবীন্দ্র সরোবর লেকে সাঁতারুর রহস্য মৃত্যু
Next articleমুকুলের আগাম জামিনের আবেদন খারিজ