ওয়েস্ট ইন্ডিজকে ২৪১ রানের টার্গেট দিল বিরাটদের দামাল ব্যাটিং

রান ২৪০। টার্গেট ২৪১। গড় ১২ রান প্রতি ওভার। এখান থেকে ম্যাচ বা সিরিজ হারার সম্ভবনা কার্যত নেই। কিন্তু খেলার নাম ক্রিকেট। তাই ক্যারিবিয়ান বধের জন্য অপেক্ষা করতেই হবে। আর ওয়াংখেড়েতে রান ওঠে জবরদস্ত। তাই মৃদু ভয় তো আছেই।

সিরিজের ডু অর ডাই ম্যাচে ভারতের তিন তারকাই উজ্জল। রাহুল করলেন ৯১, রোহিত ৭১ আর অধিনায়ক বিরাটের মারকাটারি ২৯ বলে ৭০ রান। কার্যত বিরাট ঝড়ে উড়ে গেল ক্যারিবিয়ানরা। কিন্তু ফার্স্ট ডাউনে নেমে ফের ব্যর্থ ঋষভ। পরের সিরিজে নিশ্চিত ঋষভের জায়গায় অন্য উইকেটকিপার দেখছে ভারত। আজ টসে হেরে ম্যাচ জিতলে, বা প্রথমে ব্যাট করে ম্যাচ জিতলে বিরাটরাও প্রথমে ব্যাট করে হারের ফাঁড়াও কাটাবেন। হবে প্রায়শ্চিত্ত।

Previous article‘সব চক্রান্ত, আমি নির্দোষ’, ২ ঘণ্টায় ১২৩ টুইট ট্রাম্পের
Next articleরাজ্যসভাতেও পাশ নাগরিকত্ব সংশোধনী বিল