ধর্মঘট উঠছে, পার্শ্ব শিক্ষকদের দাবি মেটাতে মানবিক শিক্ষামন্ত্রী

দীর্ঘ প্রায় দেড় মাস ব্যাপী চলা পার্শ্ব শিক্ষকদের অনশন ধর্মঘট উঠছে। বুধবার বিকেল তিনটে নাগাদ বিকাশ ভবনের অফিসে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ প্রায় আড়াই ঘন্টা ধরে চলে বৈঠক। প্রত্যেকটি সংগঠনের তরফে বক্তব্য রাখা হয়। শিক্ষামন্ত্রী মানবিকতার সঙ্গে বিষয়গুলি শোনেন। শিক্ষকদের মূল দাবি ছিল পে স্কেল বা পে স্ট্রাকচার ঠিক করা। তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির রাজ্য সভাপতি রবিউল ইসলাম শেখ জানান, শিক্ষামন্ত্রী সবচেয়ে বেশি এই বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। পার্শ্ব শিক্ষকদের কেন্দ্র ও রাজ্যের দেয় অর্থের পরিমাণ ঠিক কতো, সেই বিষয়টিও জানানো হবে। এছাড়া যে সব পার্শ্ব শিক্ষকদের মৃত্যু হয়েছে, তাদের পরিবারকেও মৃত্যুকালীন পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

আরও পড়ুন-অযোধ্যা মামলার রায়ের রিভিউ- পিটিশনের শুনানি বৃহস্পতিবার

 

Previous articleঅযোধ্যা মামলার রায়ের রিভিউ- পিটিশনের শুনানি বৃহস্পতিবার
Next articleনালায় মিলল ক্যাব চালকের রক্তাক্ত দেহ