Monday, January 12, 2026

রাজ্যের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করতে পুলিশ প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

NRC ও CAA প্রতিবাদের নামে রাজ্যজুড়ে কার্যত অপ্রীতিকর ও হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে পশ্চিমবঙ্গে কার্যত গুন্ডামি শুরু হয়েছে। সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ।

এমতো পরিস্থিতিতে দাঁড়িয়ে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কালীঘাটে রাজ্য পুলিশের শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে সেটা সম্পূর্ণভাবে প্রশাসনিকস্তরে।

অসমর্থিত সূত্র মারফৎ যতটুকু জানা যাচ্ছে তাতে, গোটা রাজ্যের পুলিশ প্রশাসনকে সজাক থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কোনও সাম্প্রদায়িক ‘প্রভোকেশন’ আটকানো নির্দেশ দেওয়া হয়েছে।

পাশাপাশি, প্রতিবাদের নামে সরকারি সম্পত্তি নষ্ট করা কোনমতেই মেনে নেওয়া যাবে না বলেও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষের হয়রানি করে যাতে কোনও ধরনের আন্দোলন করা না যায়, সেদিকেও কড়া নজরদারি করার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনকে।

জানা গিয়েছে শুধু কলকাতা নয়, রাজ্যেও বাকি কমিশনারেটের সিপিকে নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী এই মর্মে, আঞ্চলিক ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। প্রয়োজনে আলোচনা করতে হবে সাধারণ মানুষের সঙ্গে। স্থানীয় থানার ওসিদের যোগাযোগ স্থাপনের বিষয়টি দেখতে হবে। একইসঙ্গে প্রতিটি জেলা প্রশাসন থেকে প্রতিটি মুহুর্তের রিপোর্ট দিতে হবে রাজ্য পুলিশের ডিজিকে।

বৈঠকে স্পষ্ট করা হয়েছে আইন বাঁচিয়ে প্রতিবাদ হোক, আপত্তি নেই। কিন্তু কোনও ধরনের সাম্প্রদায়িক উস্কানি বরদাশ্ত করা হবে না। এমন ঘটনা যাতে না হয়, সেই কারণে এলাকায় এলাকায় নজরদারি বাড়ানো ও যেকোনো ধরনের পরিস্থিতির বিষয় মনিটরিং রিপোর্ট প্রতিমুহূর্তে উচ্চ আধিকারিকদের দেওয়ার বিষয়েও নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

ইতিমধ্যে প্রতিটি জেলার জেলা সভাপতি ও বিধায়কদের এলাকায় এলাকায় রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার পাশাপাশি যেকোনো অবাঞ্ছিত পরিস্থিতি যাতে না সৃষ্টি হয় সে বিষয়ে কার্যকরী ভূমিকা গ্রহণের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে।

রাজ্যজুড়ে স্পর্শকাতরএলাকাগুলিকে চিহ্নিত করে সেখানে পুলিশ পেট্রোলিং বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি, যাতে মানুষ কারও দ্বারা প্ররোচিত না হন সেদিকেও নজরদারি রাখার জন্য পুলিশকে নজর দিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...

বাংলাদেশে জেলবন্দি মৃত্যু বিখ্যাত সঙ্গীত শিল্পীর

বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর জেলবন্দি অবস্থাতে মৃত্যু! প্রলয় চাকী (Pralay Chaki) বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পীর পাশাপাশি আওয়ামী লিগের...

গঙ্গাসাগর মেলায় অসুস্থ পুণ্যার্থী! তৎপরতায় এয়ারলিফ্ট প্রশাসনের 

গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগেই দেশ-বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে সাগরে। সেই ভিড়ের মধ্যেই গঙ্গাসাগর মেলায় এসে...