নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে 60 টি আবেদনের শুনানি আজ সুপ্রিম কোর্টে

নাগরিকত্ব সংশোধনী আইন দেশের সংবিধানবিরোধী ও অবৈধ। তাই তা খারিজ করুক সুপ্রিম কোর্ট। মূলত এই দাবি নিয়ে জমা পড়া 60 টি পিটিশনের শুনানি আজ বুধবার হবে সুপ্রিম কোর্টে। ভারতের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই মামলার আবেদনের শুনানি চলবে। বেঞ্চের বাকি দুই সদস্য হলেন বিচারপতি গাভাই ও বিচারপতি সূর্যকান্ত। মামলার আবেদনকারীদের মধ্যে আছেন কংগ্রেসের জয়রাম রমেশ, তৃণমূলের মহুয়া মৈত্র, কেরালার মুসলিম লিগ, আসাউদ্দিন ওয়েসির এআইএমআইএম, অসম গণ পরিষদ সহ একাধিক ব্যক্তি ও সংগঠন। এই সংক্রান্ত 60 টি আবেদনের শুনানি হবে আজ।

আবেদনকারীদের বক্তব্য, এই আইনে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হয়েছে যা অসাংবিধানিক। এছাড়া অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার চেষ্টা হচ্ছে। তাই আইন বাতিল করুক সুপ্রিম কোর্ট।

 

Previous articleসংখ্যালঘু অধিকার দিবসে শুভেচ্ছা মমতার
Next articleপারদ নামল তিন ডিগ্রি, শহরে শীতের আমেজ