আগামী ৪৮ ঘন্টায় রাজ্যজুড়ে শৈত্য প্রবাহের বার্তা দিলো হাওয়া অফিস!

উত্তর বঙ্গের তরাই ও ডুয়ার্সে অঞ্চলে বিশেষ করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী ৪৮ ঘন্টায় সকালের দিকে ঘন কুয়াশার সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর। হওয়া অফিস জানিয়েছে, ওই জেলাগুলিতে দৃশ্যমনতা ২০০ মিটারের নীচে থাকবে। এছাড়া আগামী দু’দিন উত্তরবঙ্গের জেলাগুলোতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম থাকবে। যা চলতি বছরে এখনই পর্যন্ত শীত তম দিন হওয়ার সম্ভাবনা।

অন্যদিকে, দক্ষিনবঙ্গে আগামী দু’দিনে তাপমাত্রা আরও নীচে নাববে। উত্তুরে হওয়া প্রভাব আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের ১২টি জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা বার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমানে ৬ থেকে ৭ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে।
কলকাতাতেও আগামী ২৪ঘন্টা শৈত্য প্রবাহ চলবে। আগামী দু’দিন এই পরিস্থিতি কার্যত রাজ্যের সর্বত্র বজায় থাকবে।

Previous articleগোলাপ হাতে ভাইরাল ছাত্রীর ছবি
Next article১২মাস পর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার