পাকিস্তানে জন্ম, পরিচয়পত্র দেব কোথা থেকে? প্রশ্ন মণিশঙ্করের

দিল্লির বুকে দাঁড়িয়ে আসল প্রশ্নটি তুলে দিলেন কংগ্রেস নেতা তথা চিন্তাবিদ মণিশঙ্কর আইয়ার। বললেন পাকিস্তানের জন্ম।আশ্রয়ের জন্য ভারতে আসতে হয়েছে আমাদের। পরিচয়পত্র চাইলে কোথা থেকে দেব? জানি না আগামী দিনে কোথায় যাব! দিল্লি যন্তর মন্তরে দাঁড়িয়ে এ কথা বলে মণিশঙ্করের সাফ কথা, দেশে মুসলিমদের বিপদে ফেলতেই এই নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আসা হয়েছে। আর এটা সবচেয়ে বেশি ভাল বুঝেছে পড়ুয়ারা। তাই ওদের বিক্ষোভের টালমাটাল সরকার। এর ছাপ ভোটবাক্সে পড়তে বাধ্য। আর তখনই সরকার বুঝতে পারবে তারা কোথায় দাঁড়িয়ে রয়েছে!

Previous articleপ্রধানমন্ত্রীর উপর হামলার ছক পাক-জঙ্গিদের
Next articleদশকের সেরা ওয়ানডে দল ভারত, দুইয়ে অস্ট্রেলিয়া