‘গ্রিন ফর লাইফ’-এর রূপায়ন হল নিউটাউনের গ্রিন জোনে

শহরজুড়ে সবুজের সমারোহ বাড়াতে ভারতের পাবলিক রিলেশনস সোসাইটির ‘গ্রিন ফর লাইফ’-এর রূপায়ন হল রাজারহাটের নিউটাউনে গ্রিন জোনে।শনিবার এই উদ্যোগের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের অতিরিক্ত মুখ্য সচিব তথা হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন।

তিনি বলেন, “আমাদের পরিবেশ দ্রুত দূষিত হচ্ছে। দূষণের হাত থেকে বাঁচতে গেলে গাছ লাগিয়ে শহরে সবুজের পরিমাণ বাড়াতে হবে। তবেই পরবর্তী প্রজন্ম দূষণের হাত থেকে রেহাই পাবে।
‘আমি কলকাতা’র প্রতিষ্ঠাতা সাকেত মেহেতা বলেন, এটি একটি সামাজিক উদ্যোগ। আমাদের দৃষ্টিভঙ্গি সামগ্রিক ক্ষেত্রে পরিবেশের উন্নয়ন। ‘আমি কলকাতা’ আশা করছে একটি বৃহত্তর ছবি আঁকতে, যেখানে এটি আবাসন প্রকল্পের পাশাপাশি শহরের পরিবেশকেও দূষণের হাত থেকে বাঁচাবে। ‘গ্রিন ফর লাইফ ফাউন্ডেশন’-এর ট্রাস্টি বোর্ডের সদস্য ভ্যাল জেভিয়ার্স বলেন, শহরের জন্য সবুজের পরিকল্পনাকে সবসময় সমর্থন করা দরকার। হিডকো আমাদের একটি ‘সবুজ’ জীবনযাপনের সুযোগ করে দেওয়ায় আমরা খুশি। আমাদের সবাইকে ভবিষ্যতেও এই বিষয়ে সচেতন থাকতে হবে।

Previous articleরাজ্যে জরুরি অবস্থা চলছে নাকি? ফের ট্যুইটে ক্ষোভ উগড়ে দিলেন রাজ্যপাল
Next articleব্রেকফাস্ট নিউজ