নাগরিকত্ব: সমদূরত্ব বজায় রেখে সাবধানী মন্তব্য সৌরভের

ক্রিকেট ব্যাট হাতে মাঠে যতই আগ্রাসী থাকুন, রাজনীতির কোনও ইস্যু সামনে এলেই অসম্ভব সাবধানী বাংলার সৌরভ। কেন্দ্র বা রাজ্য, কোনও সরকারের শাসক দলকেই চটাতে চান না তিনি। নাগরিকত্ব ইস্যুতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মন্তব্যেই তা স্পষ্ট।

এমনিতেই নাগরিকত্ব আইনের বিরোধিতায় কন্যা সানার পোস্ট নিয়ে যথেষ্ট বিব্রত সৌরভ। ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা চালালেও উল্টে তাঁকেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হতে হয়েছে। এবার নাগরিকত্ব ইস্যুতে নিজের মতামত প্রকাশের পর সব পক্ষকে ব্যালেন্স করে চলার চেষ্টাই দেখা গেল সৌরভের মধ্যে। তিনি এই আইনের পক্ষে অথবা বিপক্ষে কোনও কথা বলতে চান না বলে জানিয়েছেন। কারণ ব্যাখ্যা করে সৌরভ বলেছেন, আমি এটি পড়ে দেখিনি। ফলে এসম্পর্কে মন্তব্য করার এক্তিয়ারই আমার নেই। আমি শুধু চাই শান্তি ও সম্প্রীতি বজায় থাক। কারণ সবার আগে দরকার শান্তি।

আরও পড়ুন-ফের কেন্দ্রের ফতোয়া, বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না

 

 

Previous articleফের কেন্দ্রের ফতোয়া, বিক্ষোভ, অশান্তির দৃশ্য টিভিতে দেখানো যাবে না
Next articleদুষ্কৃতীদের গুলিতে আহত যুব তৃণমূল নেতা