মমতার পরপর মিছিলের আসল কারণ কী, জানুন

এন আর সি, সি এ এর বিরুদ্ধে পরপর মিছিল করছেন মুখ্যমন্ত্রী। কলকাতাতেই চারটি মিছিল হল। জনসভাও হচ্ছে।

নেত্রীর মিছিল মানেই ব্যাপক অঞ্চল জুড়ে যানজট, অচলাবস্থা। রাস্তা, স্টেশন, স্কুল, হাসপাতাল, দোকানবাজারের যাত্রীদের চরম দুর্ভোগ।

কিন্তু এর একটি গভীর তাৎপর্য আছে।

তা হল, যে অংশ আইনের বিরুদ্ধে উচ্ছৃঙ্খলভাবে পথে নামছে, তাদের রাজনৈতিক কর্মকান্ডে বেঁধে ফেলা। যেখানে মুখ্যমন্ত্রী ও শাসকদল প্রতিবাদী মিছিল করছেন, সেখানে আলাদা অবরোধ বা হাঙ্গামার অবকাশ কমে যাচ্ছে। প্রথম দুতিনদিনের তান্ডবের পর মুখ্যমন্ত্রী এই অস্ত্র প্রয়োগ করেছেন। মিছিলে মানুষের সমস্যা হচ্ছে ঠিক। কিন্তু হিংসাত্মক হামলার দরজা বন্ধ হচ্ছে। পুলিশ প্রশাসন দিয়ে থামাতে গেলে অনেক সময় হিতে বিপরীত হয়। কিন্তু পোড়খাওয়া মমতা জানেন রাজনৈতিক অস্ত্র প্রয়োগ করলে অনেক অশান্তি থামানো যায়। যারা বেশি ক্ষুব্ধ, তারা মিছিলে আসুক, চিৎকার করে শ্লোগান দিক, ক্ষোভ উগরে দিক। কিন্তু বুঝুক এরাজ্যের সরকারি দল পাশে আছে। আলাদা অবরোধ বা তান্ডবের দরকার নেই।

ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপরিকল্পিতভাবেই পরের পর মিছিল করছেন। বিশেষ কিছু এলাকার মানুষকে পা মেলাতে বলছেন।

এতে তৃণমূলের রাজনৈতিক লাভও দেখছেন অনেকে।
জাতীয় ক্ষেত্রে আবার মোদি, অমিতের মূল চ্যালেঞ্জার হিসেবে মমতার নাম উঠে আসছে।

Previous articleমুখ ফেরাল ইয়েদুরাপ্পা সরকার, পাশে দাঁড়ালেন বাংলার মুখ্যমন্ত্রী
Next articleআগামী বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে পড়বে শীত