আগামী বছরের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, জাঁকিয়ে পড়বে শীত

জানুয়ারির শুরুতেই হতে পারে বৃষ্টি, এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতায় থাকবে মেঘলা আকাশ। বৃহস্পতিবার কলকাতা সহ পাশ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়খণ্ডের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শনিবার থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

Previous articleমমতার পরপর মিছিলের আসল কারণ কী, জানুন
Next articleমেঘলা শীতের দিনে ঝমঝমিয়ে বৃষ্টি শহরে!