সালতামামি ২০১৯: বিজ্ঞান ও প্রযুক্তি

■ ৩ জানুয়ারি চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণ করে চীনা স্পেসক্রাফট ‘চাং ই-৪’। চাঁদে জলের উপস্থিতি ছাড়াও চাঁদে উদ্ভিদের খোঁজ চালায় এই স্পেসক্রাফট।

■ ৭ জানুয়ারি পৃথিবীর ছায়াপথ থেকে ২২৬ আলোকবর্ষ দূরে k২-২৮৮B b নামে একটি নতুন গ্রহ আবিষ্কার হয়। এই গ্রহটির ভূপৃষ্ঠে তরল জলের অবস্থান পাওয়া গেছে এবং যেটি পৃথিবীর আয়তনের তুলনায় দ্বিগুণ।

■ ১১ জানুয়ারি ইসরোর চেয়ারম্যান ঘোষণা করেন ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই মহাকাশে মনুষ্যবাহী গগনযান পাঠানো হবে। মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে মানুষবাহী গগনযান পাঠাতে চলেছে ভারত।

■ মালয়িতে চালু হয় বিশ্বের প্রথম ম্যালেরিয়ার টিকা। ৫ মাস থেকে ২ বছর বয়সী সমস্ত শিশুকে এই টিকা দেওয়া হবে।

■ ৭০ মেগাওয়াট সম্পন্ন বিশ্বের প্রথম ভাসমান কেন্দ্রের সফলভাবে পরীক্ষা করল রাশিয়া।

■ ২২ শে জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পাড়ি দিল ইসরোর চন্দ্রযান-২

■ চাঁদের একেবারে কাছে গিয়ে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় চন্দ্রযান-২ এর। ইসরো জানায়, চন্দ্রপৃষ্টের মাত্র ২.১ কিমি আগে থেকে চন্দ্রযান-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

■ চাঁদের বহিরমণ্ডলে আর্গন- ৪০ এর সন্ধান পায় চন্দ্রযান-২।

■ বিশ্বে প্রথম, কক্ষপথে কাঠের চেয়ারের চেয়েও হালকা উপগ্রহ পাঠায় ইসরো।

■ অভিযান অসম্পূর্ণ রেখেই মহাকাশ থেকে ফিরতে হল বোয়িংয়ের নয়া ক্যাপসুল স্টারলাইনারকে।

■ খাবার লবণ মেলে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায়।

■ ভারতীয় বায়ু সেনার ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ।

■ পৃথিবী থেকে 111 আলোকবর্ষ দূরে k২-১১৮b এক্সপ্লেনেটে সন্ধান পায় মার্কিন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী

■ পরীক্ষামূলকভাবে অগ্নি-২ মিসাইলের সফল উৎক্ষেপণ করে ভারত

■ চন্দ্রযান-2 এর পর গগনযান, 2022-এ তিন ভারতীয়কে মহাকাশে পাঠাতে চলেছে ইসরো।

Previous articleআরতির গান-ডোনার নাচে সূচনা রাজ্য সমবায় মেলার
Next articleসালতামামি ২০১৯: স্পোর্টস