গণ ইস্তফার হুঁশিয়ারি এয়ার ইন্ডিয়ার ৮০০ পাইলটের

বিপুল দেনার দায়ে অন্ধকারে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ভবিষ্যৎ। এই সংস্থাকে কেন্দ্র বিক্রি করে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে । কিন্তু ভালো ক্রেতা পাওয়া যাচ্ছে না। যার জেরে গোটা প্রক্রিয়া এখন বিশবাঁও জলে।
এরই পাশাপাশি, গত কয়েক মাস থেকে কর্মীরা নিয়মিত তাঁদের বেতন-ভাতা পাচ্ছেন না। এই পরিস্থিতিতে কেন্দ্রের ওপরে চাপ সৃষ্টির জন্য সাধারণ ধর্মঘট ডাকার চিন্তাভাবনা করছেন তাঁরা।অবিলম্বে বকেয়া অর্থের দাবিতে গণ ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন এয়ার ইন্ডিয়ার ৮০০ পাইলট। বকেয়ার দাবিতে সোচ্চার ইঞ্জিনিয়ররাও।

Previous articleসুপার সিরিজ! সৌরভের চালে বেকায়দায় আইসিসি
Next articleমানুষের মন গলাতে জিলিপিও হাতিয়ার গেরুয়া শিবিরের!