সীমা ছাড়ালেন সিপিএমের সেলিম, সর্বস্তরে ধিক্কার-নিন্দা

ন্যূনতম শালীনতার সীমাও ছাড়িয়ে গেলেন সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম৷ রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া, ভোটে হেরে গিয়ে মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে সেলিমের৷

বর্ধমানের একটি জনসভায় শুক্রবার এই সেলিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে যা মন্তব্য করেছেন তাতে সর্বত্র ছি: ছি: শুরু হয়েছে৷ শুধুই সেলিম নন, সোশ্যাল মিডিয়ায় একইসঙ্গে ধিক্কার শুনছে সেলিমের দল সিপিএম’ও৷ ফলে চরম অস্বস্তিতে বামফ্রন্টের বড় শরিক৷

ওই জনসভায় মন্তব্য করতে গিয়ে সেলিম, মমতা ও মোদিকে দেশি ও বিলিতি কুকুরের সঙ্গে তুলনা করেছেন৷ তিনি বলেছেন, “সরকারি কর্মচারীরা DA চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘেউঘেউ করবেন না। আবার গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সরকারি কর্মীদের উদ্দেশে মোদি বলেছিলেন, ‘ভউকতা হ্যায়’, এর অর্থ,কুকুরের মতো চিৎকার করেছে। এ বিষয়ে ব্যাখ্যা দিয়ে ওই সেলিমের বক্তব্য, “যখন দেশি কুকুর ডাকে, তখন আমরা তাঁকে ‘ঘেউঘেউ’ বলি৷ আর বিলিতি কুকুর ডাকলে আমরা বলি ‘ভউকতা হ্যায়’। ঠিক এ কারনেই মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর মধ্যে কোনও পার্থক্য নেই৷ কেবল ঘেউঘেউ আর ভউকতা হ্যায়-এর পার্থক্য ছাড়া।”
সিপিএমের এই প্রাক্তন সাংসদের মুখে এ ধরনের ভাষা শুনে সঙ্গত কারনেই সেলিমের শিক্ষা-সংস্কৃতির মান নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে এখনও তৃণমূল বা বিজেপি এ বিষয়ে কোনও মন্তব্য করেনি৷

Previous articleবিরোধী শিবিরের বেনজির চমক! সোরেনের শপথ-মঞ্চে প্রণব মুখোপাধ্যায়
Next article10 ঘণ্টা পার, তিনবার ডুবুরি নামিয়েও এখনও উদ্ধার করা গেল না বাঁশদ্রোণির যুবককে!