সোমালিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণ, নিহত ৯০

সোমালিয়ার মোগাদিসুতে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনাটি ঘটে শনিবার বিকেলে। মৃতের সংখ্যা প্রায় ৯০ আহতের সংখ্যা ১০০ জনের বেশি। মৃতদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ছিলেন বলে সূত্রের খবর। বেশিরভাগ পড়ুয়াই বাসে করে বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। আহতদের সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, নিরাপত্তাবাহিনীর দফতরের পাশেই গাড়ি বোমাটির বিস্ফোরণ হয়।

প্রথমিক তদন্তে জানা গিয়েছে, এদিনের হামলায় একটি ট্রাক ব্যবহার করেছিল হামলাকারিরা। সূত্রের খবর, বোমা হামলার জন্য ব্যবহৃত ওই ট্রাকটিতে বিস্ফোরক বোঝাই ছিল। ব্যস্ত ওই মোড়টিতে থাকা টোল বুথ লক্ষ্য করে হামলাটি করা হয়। মূলত যেসব গাড়ি শহরে ঢোকে কিংবা বের হয় সেই গাড়ি গুলি ওই টোল বুথ পাড় করে যায়। এদিন সেই সুযোগই কাজে লাগাতে চেয়েছিল হামলাকারীরা বলে তদন্তকারী দলের অনুমান।

আরও পড়ুন-আমাকে ধাক্কা মেরে ফেলে দেয় পুলিশ, অভিযোগ প্রিয়াঙ্কার

 

Previous articleঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারত
Next articleদেশপ্রেমের শিক্ষা পেট্রলিয়াম মন্ত্রীর! ভারতে থাকতে হলে ‘ভারত মাতা কি জয়’ বলতেই হবে