মহারাষ্ট্রে মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনা

মহারাষ্ট্রে ক্ষমতা দখলের জন্য শরিক বিজেপির হাত ছেড়ে এনসিপি-কংগ্রেসের হাত ধরেছে শিবসেনা। তারপর থেকে প্রতি পদক্ষেপেই শরিকদের চাহিদা ও দাবি মাথায় রেখে পা ফেলতে হচ্ছে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে। প্রায় মাসাধিককাল পার করে মঙ্গলবার ফের মহারাষ্ট্র মন্ত্রিসভার দফতর বণ্টন হতে পারে। অর্থ, স্বরাষ্ট্র, নগরোন্নয়নের মত গুরুত্বপূর্ণ দফতর বণ্টন হয়ে গেলেও এখন বহু দফতরের ভাগ-বাঁটোয়ারা অসম্পূর্ণ। রাজ্যের উপমুখ্যমন্ত্রী পদে ফের বসতে পারেন শারদ পাওয়ারের ভাইপো, বিতর্কিত অজিত পাওয়ার।

আরও পড়ুন-মেরুকরণের চেষ্টা রুখতে কাল হায়দরাবাদে বৈঠকে বসছে একাধিক মুসলিম সংগঠন

 

Previous articleখেলতে খেলতে চিরঘুমে তিন প্রধানে খেলা ধনরাজন
Next articleরেকর্ড!! আন্টার্টিকার চেয়ে বেশি ঠান্ডা ভারতের দ্রাস, কারগিলে!