সুখবর! মার্চ পর্যন্ত প্যান-আধার সংযুক্তির সময়সীমা বাড়াল কেন্দ্র

সাধারণ মানুষকে আরও একবার সুযোগ দিতে প্যান-আধার সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। 2019-এর 31 ডিসেম্বরই এই মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। আয়কর দফতরের বিশেষ নির্দেশিকায় এই সময়সীমা বাড়িয়ে 31 মার্চ, 2020 করা হয়েছে। দেশের জনগণকে আরেকবার সুযোগ দিতেই এই নিয়ে সাতবার সময়সীমা বাড়াল কেন্দ্র। বলা হয়েছে, এখনও যারা প্যান-আধার যুক্ত করেননি তারা অবিলম্বে করিয়ে নিন। এটি আবশ্যিক। না করলে আয়কর সংক্রান্ত কোনও কাজ যেমন করা যাবে না, তেমনি প্যানও বাতিল হয়ে যাবে।

 

Previous articleরাজীবের শূন্যপদে এলেন সিদ্ধিনাথ
Next articleচিফ অফ ডিফেন্স স্টাফ: তিন বাহিনীর শীর্ষ পদে বসছেন বিপিন রাওয়াত