কাশীপুর উদ্যানবাটীতে গিয়ে শান্তির বার্তা ধনকড়ের

নতুন বছরের প্রথমদিন রাজ্যবাসীকে শান্তির বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। বুধবার, কাশীপুর উদ্যানবাটীতে কল্পতরু উৎসবে সস্ত্রীক যান রাজ্যপাল। রামকৃষ্ণ পরমহংসদেবের প্রতি শ্রদ্ধা জানান তাঁরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যবাসীকে শান্তির বার্তা দেন ধনকড়। ইংরেজি নববর্ষের শুভকামনাও জানান তিনি। এরপর কাশীপুরে ঠাকুরবাড়ির মঠ ঘুরে দেখেন রাজ্যপাল। মঠের মহারাজদের সঙ্গেও এদিন আলোচনা করেন। মহারাজদের বলেন, “এখানে আসতে পেরে আমি খুশি। আমার জীবন আজ ধন্য হল”।

Previous articleরাজ্যকে এড়িয়ে অনলাইন সিএএ?
Next articleআজ কলকাতা ঝলমলেই, কাল দুপুর থেকে নামছে বৃষ্টি