পথশিশুদের শিক্ষা সামগ্রী, বস্ত্র বিতরণ, হেলথ ক্যাম্প করল ‘ওদের ভালোবেসে’

সারা বছর অতিবাহিত হওয়ার পর বছর শেষে সবাই খুঁজতে বসি পাওয়া আর না পাওয়ার হিসাব। কিন্তু সেই সকলের মধ্যেও ‘ওদের ভালোবেসে’ গ্রুপের কিছু ছেলেমেয়ে কাটাল মানিকতলা খালপাড়ের পথশিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে তাদের ‘বছর শেষের আনন্দ’ অনুষ্ঠানের মাধ্যমে। চন্দ্রজিত নন্দী, নবনীতা মন্ডল, মধুমিতা পান্ডা, জ্যোতির্ময় পান্ডা, দীপায়ন দাস, সায়নজিত ভৌমিক সহ কিছু শুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্টায় বছর শেষে হাসি ফুটলো ওই শিশুদের মুখে। এই অনুষ্ঠানে তাদের শিক্ষার প্রয়োজনীয় সামগ্রী, শীতে বস্ত্র বিতরণও করা হয়। এছাড়াও সেচ্ছাসেবী সংস্থা “ভিটামিন” এর ডাক্তারবাবুদের সাহায্যে আয়োজন করা হয়েছিল, শিশুদের জন্য ফ্রী হেলথ ক্যাম্প এবং মেয়েদের জন্য হাইজিন অ্যাওয়ারনেস ক্যাম্প। স্বাস্থ্য সচেতনতায় মেয়েদের জন্য বিতরণ করা হয় স্যানিটারি ন্যাপকিন।

কিছু সহৃদয় মানুষের সাহায্য, ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে এই অনুষ্ঠানে সাহায্য করেছেন এবং আগামি দিনেও তারা পথশিশুদের পাশে থাকার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন-বাংলার পর এবার মহারাষ্ট্রের ট্যাবলোও বাদ প্রজাতন্ত্রের কুচকাওয়াজ থেকে

Previous articleনাগরিকত্ব নয়! আপনি ভিনগ্রহের প্রাণী নাকি এই বিশ্বের মানুষ, তার জন্যই আধার?
Next articleকেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে একমঞ্চে মোদি-মমতা?