এ যেন আর এক যুবি!

এ যেন আরেক যুবরাজ সিং। ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ক্রিকেটের আঙিনায় জন্ম হলো নতুন হার্ড হিটারের।

নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ টি-২০ লিগের খেলায় ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন কিউই ব্যাটসম্যান লিও কাটার। খেলা ছিল ক্যান্টারবারি কিংস ও নর্দান নাইটস-এর মধ্যে। প্রথম ব্যাট করে কুড়ি ওভারে নাইটসরা করে ২১৯রান। রান তাড়া করতে নামেন ক্যান্টারবারি কিংসের ব্যাটসম্যান লিও কার্টার। ম্যাচের প্রথম ৫ ওভারে ৩০বলে ৬৪রান দরকার ছিল। অন্তন দেভচিচের ওভারে কাটার ছয় বলে ৬ছক্কা মারেন। যার দরুন ৭বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ক্যান্টারবেরি। কার্টার ২৯ বলে ৭০রান করেন।