পড়ুয়াদের শান্তি বজায় রাখার আবেদন উপাচার্যর

রবিবার রাতে দিল্লির JNU বিশ্ব বিদ্যালয়ের জঘন্য হামলার ঘটনার পর বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশের পর এখনও গ্রেফতার বা আটক করা যায়নি কোনও অভিযুক্তকেই। দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে।

এই অবস্থায় শেষ পর্যন্ত মুখ খুললেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম জগদীশ কুমার। পড়ুয়াদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন তিনি। পাশাপাশি, শীতকালীন সেমেস্টারের রেজিস্ট্রেশনে কোনও সমস্যা হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

অন্যদিকে, বিশ্ব বিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নেই কেন, এই অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগ দাবি করেছে SFI নেত্রী তথা JNU ছাত্র সংসদের সভানেত্রী জখম ঐশী ঘোষের মা।

আরও পড়ুন-JNU কাণ্ড: কাঁদছেন অভিনেত্রী, ফুঁসছে বলিউড!

Previous articleজঙ্গলমহলে বাঘের পায়ের ছাপ?
Next articleরাষ্ট্রপতিকে চিঠি লিখে জেএনইউর শিক্ষকদের বিস্ফোরক মন্তব্য