এক ডজন তথ্য-প্রশ্ন জেএনইউ নিয়ে

জেএনইউ কাণ্ড নিয়ে মোদি-শাহ জুটি মুখে কুলুপ আঁটলেও প্রতিদিন অস্বস্তি বাড়ছে, বাড়ছে বিরোধিতা। পরপর যে তথ্য হাতে এল…

১. প্রায় দু’দিন পেরিয়ে গেলেও একজনকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিরোধীরা বলছেন, পুলিশ গ্রেফতার করছে না।

২. ১২৪জন অজানা মানুষের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তারা কারা?

৩. এতবড় ঘটনার পরেও কর্তৃপক্ষ এখনও একটি এফআইআর কেন করলো না! কাদের আড়াল করার চেষ্টা চলছে।

৪. মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক চন্দ্ররাজন পদত্যাগ করেছেন সরকারের অর্থনৈতিক কমিটি থেকে।

৫. যে বিজেপি নেতাদের চিহ্নিত করা গিয়েছে, তাদের কেন এখনও আটক করা গেল না!

৬. মঙ্গলবার সকালে হিন্দু রক্ষা কমিটি বলে একটি সংগঠন এই হামলার দায় স্বীকার করেছে। যদি দাবি মেনে নেওয়াও হয়, তাহলে তাদের নেতারা কেন এখনও হেফাজতের বাইরে।

৭. ঘটনার দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে থাকা পুলিশ, দিল্লি পুলিশকে খবর পাঠায় ফোর্স পাঠাতে। কিন্তু বাহিনী এক ঘণ্টার বেশি পড়ে কেন এল?

৮. ঘটনার সময়ে লোডশেডিং করা হয়। ঘটনার পর ফের আলো আসে। যারা বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে ছিল তারা কেন এখনও স্ক্যানারের বাইরে।

৯. কেন কোড ব্যবহার করছিল আক্রমণকারীরা? মারার পর তারা কোথায় গেল? যে সব পুলিশের সামনে ঘটনা ঘটে, তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হবে না!

১০. উপাচার্য জগদেশ কুমার কেন প্রকাশ্যে আসছেন না? কেন তাঁর বিরুদ্ধে এফআইআর হবে না!

১১. আগে থেকেই ঠিক ছিল কাদের মারা হবে, আক্রমণ করা হবে। তারজন্যে কোড নম্বর ব্যবহার করেছিল।

১২. আক্রমণকারীরা অধিকাংশ বাইরের লোক ছিল বলে পড়ুয়ারা জানাচ্ছেন। তাদের ঢুকতে দেওয়ার জন্য সিকিউরিটি সংস্থাকে বরখাস্ত করে কর্তাদের এখনও কেন গ্রেফতার করা হল না!

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতাকে সরাতে সুপ্রিম কোর্টে হাস্যকর দাবি সাংবাদিকের

Previous articleবিভাস-বাশারের বাড়ি গেলেন কেন শমীক?
Next articleআবহাওয়ার বদলই মারাত্মক সঙ্কট ডেকে এনেছে অস্ট্রেলিয়ায়