আবহাওয়ার বদলই মারাত্মক সঙ্কট ডেকে এনেছে অস্ট্রেলিয়ায়

ভারত মহাসাগর সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েক বছরে আবহাওয়ার মারাত্মক বদল ঘটেছে। আর এর প্রভাবেই দীর্ঘস্থায়ী দাবানলের সঙ্কটে ভুগছে অস্ট্রেলিয়া। এমনিতে প্রতি বছর সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ায় দাবানল সিজন চলে। কিন্তু এবার তা শেষ না হয়ে এখনও ভোগাচ্ছে গোটা দেশকে। ভয়াবহ প্রাকৃতিক ক্ষয়ক্ষতির মুখে দেশ। বায়ুতে মাত্রাতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের জেরে বায়ুদূষণ মারাত্মক জায়গায় পৌঁছেছে। জীববৈচিত্র্যের উপর থাবা বসিয়েছে এই ভয়ঙ্কর দাবানল। ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায়। সেপ্টেম্বর থেকে এপর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। অসংখ্য গবাদি পশুর প্রাণহানি ঘটেছে। সরকারি হিসাবে প্রায় এক লক্ষ গরু ও ভেড়ার মৃত্যু সমবায় ও কৃষিক্ষেত্রে বড়সড় ক্ষতির মুখে ফেলতে পারে দেশকে। দাবানলের উত্তাপ, দূষণ ও গরম হাওয়া ধোঁয়াশা তৈরি করে সিডনি বন্দর এলাকার দৃশ্যমানতা কমিয়ে দিয়েছে। গত ১৮ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় তাপমাত্রা পৌঁছেছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াসে। ছড়িয়ে ছিটিয়ে হয়ে চলা ছোট-বড় প্রায় দেড়শোটি দাবানলের মধ্যে অর্ধেকের বেশি এখনও নিয়ন্ত্রণে আনা যায় নি। দাবানলের সঙ্গে যুঝতে অতিরিক্ত তিন হাজার সেনা নামাতে চলেছে অস্ট্রেলীয় প্রতিরক্ষামন্ত্রক। ফায়ার সার্ভিস বিভাগের তরফে জানানো হয়েছে, কয়েকটি ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে দমকলবাহিনী। তবে ভিক্টোরিয়া, নিউ সাউথ ওয়েলস ও সাউথ অস্ট্রেলিয়ার দাবানল পরিস্থিতি এখনও দুশ্চিন্তায় রেখেছে অস্ট্রেলীয় প্রশাসনকে।

আরও পড়ুন-বামেরা করলে বিপ্লব আর বাকিরা অসভ্য? কুণাল ঘোষের কলম

 

Previous articleএক ডজন তথ্য-প্রশ্ন জেএনইউ নিয়ে
Next articleআহত ঐশী সহ ১৯ জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের