জেএনইউ-তে ঐশী ঘোষের উপর হামলা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য দিলীপের

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলায় আহত জেএনইউ-এর ঐশী ঘোষ-সহ মোট ২০ জনের বিরুদ্ধেই এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। এবার আরও একধাপ এগিয়ে ঐশী ঘোষের উপর হামলা ‘সাজানো নাটক’ বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘মাথার ব্যান্ডেজকে বার বার দেখানো হচ্ছে। ওটা রক্ত না রং, তা কিন্তু পরীক্ষা করে দেখা হয়নি।’ তাঁর বক্তব্য, ‘নাগরিক আইন আসলে থিতিয়ে আসছিল। তাই এই নাটক। ক্যাম্পাসে ঢুকে মারধর করা হল। কিন্তু, কারা করল? এটা পুলিশ খতিয়ে দেখবে। পুলিশি তদন্তেই সত্য সামনে আসবে।’
এই ঘটনায় মঙ্গলবার ‘হামলার দায় স্বীকার করেছে হিন্দুরক্ষা দল’ নামে একটি সংগঠন। এই বিষয়ে দিলীপ ঘোষ বলেন, ‘ওরা করে থাকলে পুলিশ ওদের ধরবে। উল্টে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের উপর হামলার ঘটনার সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়োকে হেনস্থা এবং রাজ্যপালের কনভয় আটকের ঘটনার তুলনা করেন। তিনি বলেন, ‘যাদবপুরের ঘটনায় একটা এফআইআর-ও হয়নি।’

Previous article‘অ্যাম্বুল্যান্স অন্য দিক দিয়ে নিয়ে যান’, সভামঞ্চ থেকে নির্দেশ দিলীপ ঘোষের
Next article“এই জেএনইউ আমার অচেনা” ডঃ সুদেষ্ণা মুখোপাধ্যায়, জেএনইউ-এর প্রাক্তনী