দীপিকা JNU-তে যেতেই বিজেপির ডাক, ‘ওর সিনেমা বয়কট করুন’ ‌

দীপিকা পাডুকোনের অপরাধ, JNU ঘটে যাওয়া হিংসার ঘটনার পর প্রকাশ্যে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন তিনি৷

দীপিকার JNU- এ যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর আসন্ন সিনেমা ‘‌ছপক’ বয়কটের ডাক দিয়েছে বিজেপি৷

মঙ্গলবার আচমকাই JNU যান দীপিকা৷ দাঁড়িয়ে থেকেই একের পর এক শোনেন কানহাইয়া, ঐশীর বক্তব্য। কথাও বলেন হাতে, মাথায় ব্যান্ডেজ বেঁধে বসে থাকা ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের সঙ্গে। আর এভাবে পড়ুয়াদের পাশে দাঁড়ানোর মাশুল দিতে চলেছেন দীপিকা৷ ইতিমধ্যে এ জন্যই ‌সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং #BoycottChhapak হ্যাশট্যাগ। যা দেখে সাধারণ নেটিজেনরা তুমুল সমালোচনা শুরু করেছেন৷
এদিন দীপিকার JNU যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই টুইট করেন দিল্লি বিজেপির মুখপাত্র তাজিন্দর পাল সিং বগ্গা। লেখেন, “আফজল গ্যাং এবং টুকরে টুকরে গ্যাং–কে সমর্থন করার জন্য আপনি যদি দীপিকার সিনেমা বয়কট করেন, তাহলে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন।” অর্থাৎ বিজেপির বিপক্ষে গিয়ে কানহাইয়া–ঐশীদের সমর্থন জানিয়েছে বলেই বিজেপি এবার দীপিকার সিনেমা বয়কটের ডাক দিলো৷ এছাড়া সোশ্যাল মিডিয়াতেও বিজেপির একাধিক নেতা আলাদাভাবে দীপিকার সিনেমা বয়কটের ডাক দিয়েছেন। JNU-র ঘটনায় মুখ খুলে দীপিকা বলেছিলেন, ‘‌ভাল লাগছে এটা দেখে যে আমরা এখনও ভয় পাইনি। আমি এখনও মত প্রকাশ করতে ভয় পাই না। দলে দলে মানুষ নিজের মত প্রকাশ করতে রাস্তায় বেরিয়ে আসছেন, যা আমাদের ভবিষ্যত প্রজন্মের জীবনে আরও স্বাধীনতা এনে দেবে।’‌”

Previous articleমার্কিন সেনাবাহিনী একটা জঙ্গি গোষ্ঠী, প্রস্তাব পাশ ইরানের সংসদে
Next articleব্রেকফাস্ট নিউজ