কোন কারণে অসমের অনুষ্ঠান বাতিল হল প্রধানমন্ত্রীর?

সরকারিভাবে বলা হচ্ছে প্রধানমন্ত্রীর সময় নেই। কিন্তু নেটিজেনরা বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী আসলে অসমের অনুষ্ঠান এড়িয়ে গেলেন। বিরোধীরা বলছেন, বিক্ষোভ-বিরোধিতার ভয়ে এনআরসি-সিএএ নিয়ে উত্তপ্ত অসমকে এড়িয়ে গেলেন প্রধানমন্ত্রী সময়ের অভাবের অজুহাত দেখিয়ে। আপাতত এইভাবেই ১০জানুয়ারি ‘খেলো ইন্ডিয়া’ গেমসের উদ্বোধন এড়িয়ে গেলেন।

ভাঙবো তবু মচকাবোনা ভঙ্গিতে অসমে বিজেপির মুখপাত্র দিওয়ান জ্যোতি বলেন, রাজ্য আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর সময় বের করতে না পারায় আসতে পারছেন না। অসমের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শাক দিয়ে মাছ ঢাকার ভঙ্গিতে বলেছেন, প্রধানমন্ত্রীর অনুষ্ঠানসূচি রাজ্য সরকারের কাছে ছিল না।

Previous articleদিনভর নিষ্ক্রিয়, বিজেপি সাংসদ বিক্ষোভে পড়তেই সক্রিয় রাজ্যপাল!
Next articleনাগপুরে জেলা পরিষদ নির্বাচনে বিজেপিকে ধূলিসাৎ করে উত্থান কংগ্রেসের