নীতি আয়োগের রিপোর্টে অস্বস্তিতে কেন্দ্র, কী উঠে এসেছে সমীক্ষায়?

নীতি আয়োগের সমীক্ষায় ফের অস্বস্তিতে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, জীবনযাত্রার মান দ্রুত হারে নামছে। বহুমাত্রিক দারিদ্র সূচকের বিচারে দেশে দারিদ্র, ক্ষুধা, আয় বৈষম্য সবই বৃদ্ধি পেয়েছে। তালিকায় রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল সহ দেশের ২৫টি রাজ্য।

বহুমাত্রিক দারিদ্র সূচকের বিচারে দারিদ্র, ক্ষুধা, আয় বৈষম্য ২০০৫-০৬ থেকে ২০১৫-১৬-র মধ্যে অনেকটাই কমেছিল। চীনকেও টেক্কা দিয়েছিল ভারত। কিন্তু সেটা আবার বাড়তে শুরু করেছে বলে নীতি আয়োগের সমীক্ষায় প্রকাশ। সাম্প্রতিক সময়ে আয় বৈষম্য তীব্রতর হচ্ছে। গত ৪০ বছরে দেশে এমন বৈষম্য হয়নি বলে দাবি নীতি আয়োগের। সমীক্ষা অনুযায়ী, ২০১৮-র পর থেকে বিহার, ওড়িশা, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডে দারিদ্র বাড়ছে। অভিযোগ, আয় বৈষম্য কমাতে এবং দারিদ্র দূরীকরণে কেন্দ্রের পক্ষ থেকে এখনও কোনও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়নি।

আরও পড়ুন-CAA নিয়ে সর্বদলীয় প্রস্তাব খারিজ বিধানসভায়, বয়কট বাম-কংগ্রেসের

Previous articleCAA নিয়ে সর্বদলীয় প্রস্তাব খারিজ বিধানসভায়, বয়কট বাম-কংগ্রেসের
Next articleহিংসা-অশান্তি পুরো বন্ধ হলে তবেই CAA নিয়ে আর্জি শোনা হবে, বলল সুপ্রিম কোর্ট