আমেরিকা আরও বড় জবাব পাবে। ইরান থেকে বললেন ফুটবলার মজিদ বাসকার। ফোনে কথা বলেছেন সাংবাদিক দুলাল দে। শুক্রবার প্রকাশিত হয়েছে সংবাদ প্রতিদিন-এ। মজিদকে আবার আবিষ্কার করেছিলেন দুলালই। এই সাক্ষাৎকারটিও আকর্ষণীয়।
আমার কবিতা অসহায় যত
পাগলি মেয়ের প্রলাপ
আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ
আমার কবিতা মেধা পাটেকর
শাহবানু থেকে গঙ্গা
আমার কবিতা অলক্ষ্মীদের
বেঁচে...