শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আগামী ৪৮ ঘন্টায় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০-এর নীচে নামতে পারে। জম্মু-কাশ্মীরের পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে উত্তর-পশ্চিম ভারতে।

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে তাপমাত্রা কমেছে। এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশা থাকছে বলে জানা গিয়েছে।