মেঘ না থাকলে মিলেনিয়াম পার্ক থেকে ফৌজি-লঞ্চে বেলুড় মঠ যেতে পারেন মোদি

মোদির সফরের কয়েক দিন আগেই কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা SPG অফিসারেরা। বিক্ষোভের আবহে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ‘রুট’ ঠিক করতে কলকাতা পুলিশের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন SPG কর্তারা।

এদিকে, মিলেনিয়াম পার্কে হাওড়া সেতুর ‘লাইট অ্যান্ড সাউন্ড’-এর সূচনা করে শনিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেলুড় মঠ যাওয়ার কথা৷ বিক্ষোভের শঙ্কায় এই যাত্রাপথ নিয়েই উদ্বিগ্ন SPG কর্তারা৷
প্রধানমন্ত্রী বেলুড় মঠে কী ভাবে যাবেন, তা নিয়েও বিশেষ পরিকল্পনা রয়েছে SPG-র। এই পরিকল্পনার অনেকটাই নির্ভর করছে আবহাওয়ার উপর৷ আপাতত দু’টি বিকল্প নিয়ে ভাবা হচ্ছে৷ হয় মোদি মিলেনিয়াম পার্ক থেকে সড়ক পথেই বেলুড় যাবেন। নতুবা বিকল্প হিসাবে ব্যবহার করা হতে পারে জলপথ।

সড়কপথের সমস্যা, ঘিঞ্জি- সংকীর্ণ পথ পার হয়ে বালি ব্রিজ ধরে যেতে হবে। এই পথ এড়াতে চাইছে SPG-টিম৷

বিকল্প ভাবা হয়েছে জলপথ৷ মোদিকে মিলেনিয়াম পার্ক থেকে সামরিক লঞ্চে বেলুড় নিয়ে যাওয়া হতে পারে৷ তবে বৃষ্টির সম্ভাবনা থাকলে বাতিল হবে জলপথ-যাত্রা৷

এক্ষেত্রেও অন্য সমস্যাও দেখা দিয়েছে৷ মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান শেষ হতে অনেকটাই রাত হয়ে যাবে। নিরাপত্তার কথা ভেবে রাতে প্রধানমন্ত্রীকে জলপথে নিয়ে যাওয়া কতদূর সঠিক হবে, তা নিয়েই এখন ভাবনা চলছে। বেলুড় থেকে রাতে রাজভবনে ফিরবেন প্রধানমন্ত্রী ৷

Previous articleমিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে মোদি- মমতা এক মঞ্চে! জল্পনা
Next articleব্রেকফাস্ট নিউজ